সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

১১. উৎপাদন প্রতিষ্ঠান ও শিল্প বলতে কি বোঝো ? (What is Firm and Industry?)

          অর্থবিদ্যায় উৎপাদন প্রতিষ্ঠান বা Firm ব্যাপক অর্থে ব্যবহৃত হয় উৎপন্ন হয় । যে প্রতিষ্ঠানে দ্রব্যসামগ্রী উৎপন্ন হয় তাকেই ফার্ম বলে । তবে শুধুমাত্র দ্রব্য উৎপাদনকারী সংস্থা কেই ফার্ম বলা যায় না । উৎপাদনের লক্ষ্য হলো ওই উৎপাদিত দ্রব্য বিক্রি করা । অধ্যাপক রায়ান ( Rayn) এর মতে দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন ও বিক্রয়কারী সংস্থা হল ফার্ম ।
          অপরদিকে একই দ্রব্য উৎপাদনের নিযুক্ত সমস্ত ফার্ম কে নিয়ে শিল্প গঠিত হয় । উদাহরণস্বরূপ ভারতের পাট উৎপাদনকারী প্রত্যেকটি ফার্ম কে নিয়ে পাট শিল্প গঠিত হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৫. নিরপেক্ষ রেখা কাকে বলে? ইহার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো? এবং ব্যাখ্যা করো? (What is Indifference Curve or IC? Explain Properties of IC ?)

          ক্রেতা দুটি দ্রব্যের যে সমস্ত পরিমাণ ভোগ করে সমান পরিমাণ উপযোগ পায়, সেই সমস্ত পরিমাণ সূচক দ্রব্য সম্বিলন গুলির সঞ্চারপথকে নিরপেক্ষ রেখা বলে। যেহেতু, এই সমস্ত সম্বিলন থেকে ক্রেতা একই পরিমাণ উপযোগ পায়, সেহেতু, এই সম্মেলন গুলির মধ্যে ক্রেতা নিরপেক্ষ। সেই জন্য এই রেখা কে নিরপেক্ষ রেখা বলা হয়। নিচে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো -         চিত্রে X এবং Y দুটি দ্রব্যের বিভিন্ন সম্বেলন বিন্দু A, B ও C ক্রেতাকে সমপরিমাণ উপযোগ প্রদান করে। এই সমস্ত বিন্দু গুলির সঞ্চারপথ হল নিরপেক্ষ রেখা IC1 । এই দ্রব্য দুটি ভোগের পরিমাণ পরিবর্তনের দ্বারা ক্রেতার নতুন নিরপেক্ষ রেখা গুলি হল IC2, IC3 ইত্যাদি। এই নিরপেক্ষ রেখাগুলি কে একসঙ্গে বলা হয় নিরপেক্ষ মানচিত্র।           নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য গুলি হল -               ১. নিরপেক্ষ রেখা গুলি ঋণাত্মক ঢাল সম্পন্ন হয়।        ...

১. আর্থিক ব্যয় কাকে বলে? (What is Money Cost?)

            কোন প্রতিষ্ঠান এর ব্যয় বলতে আমরা সাধারণত ওই প্রতিষ্ঠান উৎপাদনের আর্থিক ব্যয়কে বুঝে থাকি । দ্রব্য উৎপাদন করতে গেলে নানা উপকরণের প্রয়োজন হয় যেমন জমি, শ্রম, মূলধন ইত্যাদি । খাজনা শ্রমিকের মজুরি, সুদ, বিদ্যুৎ, বিজ্ঞাপন ইত্যাদির কারণে উৎপাদন প্রতিষ্ঠান এর যে ব্যয় হয় তাকে আর্থিক ব্যয় বলে ।              আর্থিক ব্যয় কে আবার দুই ভাগে ভাগ করা যায় - i. প্রকাশ্যে ব্যয়, ii. অপ্রকাশ্য ব্যয় ।              i. প্রকাশ্য ব্যয় :- যে সমস্ত উৎপাদনের উপকরণ সরাসরি কেনা হয় এবং তা ব্যবহার এর জন্য যে ব্যয় হয় তাকে প্রকাশ্য ব্যয় বলে । যেমন - মজুরি, সুদ, জ্বালানী ইত্যাদি ।              ii. অপ্রকাশ্য ব্যয় :- এমন কতকগুলি উপকরণ আছে যা সরাসরি কিনতে হয় না বা যা পাওয়ার জন্য উৎপাদন প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ থাকতে হয় না কিন্তু এই উপকরণগুলো না থাকলে বাজার থেকে কিনতে হয় ...

১৪. উপযোগ বা উপযোগিতা (Utility), উপযোগ ও প্রান্তিক উপযোগ (Marginal) বলতে কি বোঝো?

         • সাধারণ অর্থে উপযোগ বলতে দ্রব্যের উপকারিতা কে বোঝায় কিন্তু অর্থবিদ্যাই উপযোগ ও উপকারিতা সমার্থক শব্দ নয় । অর্থবিদ্যাই উপযোগ বলতে দ্রব্যের অভাবমোচন বা তৃপ্তি দান করার ক্ষমতা কে বোঝায়।          • মোট উপযোগ হলো একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ, দ্রব্যের ভোগ থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি।          • মোট উপযোগ পরিবর্তনকেই প্রান্তিক উপযোগ বলে। অর্থাৎ, একটি অতিরিক্ত একক দ্রব্য ভোগের দরুন মোট উপযোগ এর যেটুকু বৃদ্ধি বা হ্রাস পায় তাকেই প্রান্তিক উপযোগ বলে।            অতএব, প্রান্তিক উপযোগ = মোট উপযোগের পরিবর্তন / দ্রব্য ক্রয় বা ভোগের পরিবর্তন